রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় গত ৬ মাসে ১২০ কোটি টাকা ঋণ দিয়েছে আশা
মাগুরায় গত ৬ মাসে ১২০ কোটি টাকা ঋণ দিয়েছে আশা
মাগুরা প্রতিনিধি।
মাগুরা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নে আশার সদস্যদের মধ্যে গত ৬ মাসে ১২০ কোটি টাকা ঋন দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আশা ভূমিকা রেখে যাচ্ছে সংস্থাটি। গতকাল রবিবার দুপুরে মাগুরা আঞ্চলিক মসলা গবেষনা কেন্দ্র মিলনায়তনে মাগুরা জেলার ব্রাঞ্চ ম্যানেজারদের অধর্-বার্ষিক সভায় এ তথ্য জানান আশার জেলা ম্যানেজার মো. মোশাররফ হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-যশোর বিভাগের প্রধান মোঃ মোতাহার হোসেন বাহার, বিশেষ অতিথি ছিলেন খুলনা যশোর অঞ্চলের ডিভিশনাল এসোসিয়েট মোঃ বাহারুল ইসলাম বাহার। অনুষ্ঠান পরিচালনা করেন আশার মাগুরা সদর অঞ্চলের আর.এম মো.আবু জাফর। অনুষ্ঠানে ২৯জন ব্র্যাঞ্চ ম্যানেজার, ফিল অডিটর, আরএম, এএসইসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়- আগামী ৬ মাসে আশার সদস্যদের মধ্যে আরো ১২৫ কোটি টাকা ঋন বিতরনের লক্ষমাত্র নির্ধারণ করেছে আশা। ঋন বিতরণ ছাড়াও আশার পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সহায়তা, প্রাক প্রাথমিক শিক্ষা, বিনামূল্যে স্যানিটেশন প্রশিক্ষণ, গরীব অসহায়দের মধ্যে শিক্ষা ঋণ বিতরণ, ঋণ বীমা প্রদানসহ নানা ধরণের গণমুখি প্রকল্প নিয়ে কাজ করছে।