রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা
মাগুরায় শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা
মাগুরা প্রতিনিধি।
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে রবিবার বিকেলে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে ‘শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার। শিক্ষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নতুন দ্বার উম্মোচন করেছেন। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তথ্য ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে। বছরের শুরুতেই বিনামূল্যে মানসম্মত বই বিতরণের নজির পৃথিবীর অন্য কোন দেশে নেই। লেখা পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিচ্ছে সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠনের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক এটিএম জাকির হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজউদ্দিন, ঝিনাইদহ জেলা শিক্ষ অফিসার মোকছেদুল ইসলাম ইসলাম প্রমুখ।