বুধবার ● ৩১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি সদস্যের চিংড়ি ঘেরের বাসায় অগ্নি সংযোগ; ব্যাপক ক্ষতি
পাইকগাছায় ইউপি সদস্যের চিংড়ি ঘেরের বাসায় অগ্নি সংযোগ; ব্যাপক ক্ষতি
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় এক ইউপি সদস্যের চিংড়ি ঘেরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘেরের বাসা সহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষ কেউ অগ্নি সংযোগের এ ঘটনা ঘটাইতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন ঘের মালিক ইউপি সদস্য আবু হাসান।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও ঘোষাল গ্রামের রহমত আলী গাজীর ছেলে ইউপি সদস্য মোঃ আবু হাসানের বয়রা মৌজায় ১২ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘের রয়েছে। আবু হাসান পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ চিংড়ি ঘের করে আসছেন। এমন কি উক্ত সম্পত্তি বাপ-দাদার আমল থেকে তাদের ভোগ দখলে রয়েছে রয়েছে বলে জানাগেছে। ইউপি সদস্য আবু হাসান জানান, সম্প্রতি উক্ত ঘেরের আংশিক সম্পত্তি নিয়ে পৌরসভার সরল গ্রামের শেখ আব্দুল হাকিম গংদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষরা এ সম্পত্তি নিয়ে আদালতে মামলা করেছে, যা চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষরা একাধিকবার জোরপূর্বক আমার ভোগ দখলে থাকা সম্পত্তি জবর দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এমতাবস্থায় মঙ্গলবার ভোর রাতে আমার ঘেরের বাসায় কে বা কারা অগ্নি সংযোগ করে। এ সময় ঘেরে কেউ ছিল না। পার্শ্ববর্তী লোকজন ফোনে আমাকে বিষয়টি অবহিত করে। পরে আমি ঘেরে গিয়ে দেখি আগুনে সম্পূর্ণ বাসা এবং বাসার ভিতরে রাখা সকল মালামাল পুড়ে ছায় হয়ে গেছে। এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে জবর দখলে ব্যর্থ হয়ে ও আদালতে চলমান মামলায় হেরে যাওয়ার আশংকায় প্রতিপক্ষ কেউ অগ্নি সংযোগের এ ঘটনা ঘটাইতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। বিষয়টি মিমাংসার জন্য বর্তমানে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর তত্তাবধায়নে রয়েছে এবং এ ঘটনা থানা পুলিশ অবহিত আছেন বলে ইউপি সদস্য আবু হাসান জানিয়েছেন।