মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় অর্ধলক্ষ টাকার গাছ কর্তন ঃ বন কর্মকর্তা নিরব
ডুমুরিয়ায় অর্ধলক্ষ টাকার গাছ কর্তন ঃ বন কর্মকর্তা নিরব
ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে সামাজিক বনায়নের প্রায় অর্ধলক্ষ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।উপজেলার লতাবুনিয়া বনফুল বনায়নে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঘটনা স্থল পরিদর্শনের পর প্রায় ২০ দিন অতিবাহিত হয়ে গেলেও কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি।আর এ জন্য উপজেলা বন কর্মকর্তাই দায়ী বলে অভিযোগ বনায়ন সমিতির সদস্যদের।সমিতির সভাপতি নুর মোহম্মদ আলী গাজী,সম্পাদক তিমির মন্ডল সহ আনেক সদস্য অভিযোগ করে বলেন ঘটনার দিন গত ২১জানুয়ারী স্থানীয় প্রভাশালী সচিন্দ্রনাথ গাইন ওই বনায়নে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির অর্ধ ডজন গাছ কর্তন করে।খবর দিলে উপজেলা বন কর্মকর্তা মোঃ ফুরকানুল আলম ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তাদের আশ্বাস্ত করে ঘটনাস্থল ত্যাগ করেন।কিন্তু ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা না নেয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করে তারা অভিযোগ করে বলেন প্রতিপক্ষ হয়ত বন কর্মকর্তাকে খুশী করেছেন তাই তিনি চেপে আছেন।তা ছাড়া ঘটনার পর থেকে তিনি ফোন রিসিভ করেন না।এ প্রসংগে জানতে চাইলে অভিযোগ উড়িয়ে দিয়ে বন কর্মকর্তা মোঃ ফুরকানুল আলম বলেন ২৩ জানুয়ারী তিনি নিজেই বাদি হয়ে সচিন্দ্রনাথ গাইনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।বিষয়টি কি অবস্থায় আছে জানি না,তবে আজই খোঁজ নেয়া হবে।