বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছার দেলুটি ইউনিয়নের নারীদের জলবায়ু অভিযোজন উদ্যোগ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
পাইকগাছার দেলুটি ইউনিয়নের নারীদের জলবায়ু অভিযোজন উদ্যোগ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
এস ডব্লিউ নিউজ \
পাইকগাছায় ইউএনডিপি’র অর্থায়নে অর্থ মন্ত্রাণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন জলবায়ু ঝুঁকি মোকাবেলার অর্থায়নকে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তকরণ (আইবিএফসিআর) প্রকল্পের দেলুটি ইউনিয়নের নারীদের জলবায়ু অভিযোজন উদ্যোগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সুফলভোগী নারীদের সাথে মতবিনিময় করেছেন প্রকল্পের উর্দ্ধতন কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রাণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব ও প্রকল্প ব্যবস্থাপক রণজিৎ কুমার চক্রবর্তীর নেতৃত্বে ইউএনডিপি প্রতিনিধি দলের সদস্যরা বুধবার সকালে দেলুটিতে প্রকল্পের আওতায় নির্মাণাধীন নারী কেন্দ্র, জল চাষ বিদ্যা (হাইড্রোফনিক্স), পদ্ম পুকুরের সংস্কার কাজ, সেলাই প্রশিক্ষণ, গ্রাম আদালত কার্যক্রম, ডিজিটাল সেন্টার সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নারী কেন্দ্র মিলনায়তনে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে সুফলভোগী নারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রাণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব ও প্রকল্প ব্যবস্থাপক রণজিৎ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক ইশরাত জাহান, জলবায়ু বিশেষজ্ঞ একেএম মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, ইউএনডিপি প্রতিনিধি বিপাশা চাকমা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, ইউপি সচিব আব্বাস উদ্দীন, ইউপি সদস্য রণধীর মন্ডল, শিবপদ মন্ডল, সুপদ রায়, বিশ্বজিৎ রায়, আশিষ হালদার, নিরাপদ দফাদার, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, দিপক মন্ডল, প্রীতিলতা ঢালী, ডালিম রায়, চঞ্চলা রানী মন্ডল, ইউএনডিপি’র ফেরদৌসী শারমিন, সীমান্ত বালা, ইতিমা বড়াই, লাবণী মন্ডল, কালীতারা সরদার ও তমা মন্ডল।