সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে বাবুল বেডিং-এ ভয়াবাহ অগ্নিকান্ড ॥ ৮ লাখ টাকার ক্ষতি
কেশবপুরে বাবুল বেডিং-এ ভয়াবাহ অগ্নিকান্ড ॥ ৮ লাখ টাকার ক্ষতি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর শহরে বাবুল বেডিং-এ ভয়াবাহ অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে শহরের বাবুল বেডিং-এ বৈদ্যুতিক শর্ক সার্কিটে আগুণের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুণের ধোয়ায় সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দৈনিক প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদক ঘটনাস্থলে ছুটে আসেন। এস আর সাঈদ তাৎক্ষণিক অগ্নিকান্ডের খরব মণিরামপুর ফায়ার সার্ভিসকে জানান এবং ঘটনাস্থলে উপস্থিত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল কেশবপুরে পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমানকে অগ্নিকান্ডের খরব জনালে তিনি কেশবপুর শহারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের উপস্থিতিতে মনিরামপুর থেকে আগত অগ্নিনির্বাপক দলটি ৩০ মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিনির্বাপক দলটিকে সার্বিক সহযোগিতা করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারীর নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক দল। তবে উজ্জ্বল অধিকারী এসময় কিছুটা আহত হন। বাবুল বেডিং সংলগ্ন তৃষা প্লাজার ২য় তলায় কয়েকটি ফ্লাটে বেশ কিছু ক্ষতি হয়েছে। এব্যাপারে বাবুল বেডিং-এর মালিক মুহাসিন হোসেন জানান, বৈদ্যুতিক শর্ক সার্কিডে তার তুলার গোডাউনে অগ্নিকান্ড ঘটে এবং অগ্নিকান্ডে তার প্রায় ৮ লাখ টাকার তুলা পুড়ে গেছে।
কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, কেশবপুর বাস-সিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জী উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক স্বপন বিশ্বাস, শ্রমিক লীগের তাপস দাস, সমাজসেবক কুশ সাহা, অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।