বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » রক্ত দিয়ে ভালবাসা
রক্ত দিয়ে ভালবাসা
মাগুরা প্রতিনিধি ॥ বিশ্ব ভালবাসা দিবসে সেচ্ছায় রক্ত দিয়ে মানুষের প্রতি ভালবাসা প্রদর্শন করলো মাগুরার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। গতকাল বুধবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরওয়ার্দী কলেজ চত্বরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরওয়ার্দী কলেজ, জেলা রেড ক্রিসেন্ট,যুব রেড ক্রিসেন্ট, আছিয়াখাতুন মেমোরিয়াল ব্লাড সেন্টার, পলিটেকনিট ইনসিইটউট,সরকারি মহিলা কলেজ এ রক্তদান কর্মসুচীর আয়োজন করে।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রক্তদান কর্মসুচীর উদ্বোধন করেন। জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসন খান,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু,মাগুরা সরকারি হোসেন শহীদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সাহাজ উদ্দিন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, একই কলেজেরইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সাইদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বয়েসী শতাধিক মানুষ সেচ্ছায় রক্তদান করেন।আয়োজকরা জানান, মানবিকতাই হচ্ছে ভালবাসার মুল কথা। সে কারণে পিড়ীত মানুষের প্রতি ভালবাসার শ্রেষ্ঠ উপায় হিসেবে সকলকে রক্তদানে উৎসাহিত করতে এ কমসুচির আয়োজন করা হয়েছে। কর্মসুচি উপলক্ষে সরকারি হোসন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে সংগীতানুষ্ঠানের অয়োজন করা হয়।