বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি সহায়তাকারীদের সমাবেশ অনুষ্ঠিত
কেশবপুরে বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি সহায়তাকারীদের সমাবেশ অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন ‘সংস্থা অগ্রগতি’র আয়োজনে বুধবার দিনব্যাপি ‘‘বার্ষিক রেস্টোরেটিভজাস্টিস সমাবেশ’’ অনুষ্ঠিত হয়েছে। এওতএর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও কারা অধিদপ্তরের যৌথ তত্বাবধানে পরিচালিত আইআরএসওপি প্রকল্পের আওতায় প্রকল্প এলাকার জনগণকে, প্রকল্প সংশ্লিষ্ট আরজে, ও ডাইভারশনইস্যুতে সচেতনকরা এবং বিকল্প ব্যবস্থায় তথা রেস্টোরেটিভজাস্টিস এর মাধ্যমে বিরোধ নিস্পত্তিতে সহায়তাকারী আরজে সহায়করা এই সমাবেশে অংশগ্রহণ করেন। দূর্বাডাঙ্গা ইউনিয়নের আরজে সহায়ক গেীর হরিচ্যাটার্জি এর সভাপতিত্বে উক্ত রেস্টোরেটিভজাস্টিস সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ ফকির ফেরদৌস। এছাড়া চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. আঃ হামিদ, মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মশিয়ার রহমান, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজমুস সাদত্, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, উপজেলা সুপার ভাইজার মো. মঈনুদ্দীন আহমেদ (মঈন) সহ ৮টি ইউনিয়নের ইউনিয়ন অর্গানাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আরজেসহায়কবৃন্দ কয়েকটি সেশনের মাধ্যমে তাঁদের কাজের বিভিন্ন সাফল্যে, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তোরণের কৌশল নিয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের ম্যানেজার মো. আল মামুন।