রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কেশবপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমীক সুপারভাইজার তোরাবুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আশিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,বিচারক মিলি ঘোষ প্রমুখ। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে কেশবপুর ডিগ্রী কলেজ, মাধ্যমিক পর্যায়ে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ, প্রথিমিক পর্যায়ে মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী পর্যায়ে তেঘরি দাখিল মাদ্রসা, দাখিল পর্যায়ে এসএসজি বরণডালি দাখিল মাদ্রাসা ও আলিম পর্যায়ে এ.বি.জি.কে ফাজিল মাদ্রাসা চ্যাম্পিয়ান হয়েছে। ।