সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় আদালতে হাজির হয়ে জামিন নিলেন আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
মাগুরায় আদালতে হাজির হয়ে জামিন নিলেন আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
মাগুরা প্রতিনিধি ।
দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বিগত বিএনপি সরকারের জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান গতকাল সোমবার দুপুরে মাগুরার চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন।
গত বছরের ১ ডিসেম্বর ইউটিউবসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটুক্তি করায় ওই বছরের ১২ ডিসেম্বর মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহামুদুর রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এবং দ-বিধি ৫০০ ও ৫০১ ধারায় একটি মামলা দায়ের হয়। মাগুরা জেলা জজ আদালতের আইনজীবী স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক জেলা আহ্বায়ক আশরাফ হোসেন লিটন ১০০ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মাগুরায় মামলা দায়েরের পর মাহমুদুর রহমান হাইকোর্ট থেকে জামিন নেন। ওই ঘটনার পর সোমবার বেলা ১২ টায় তিনি মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এসএম জিয়াউর রহমান তাকে জামিনে মুক্তি দেন। জামিনে মুক্ত হয়ে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান জেলা বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আদালত থেকে বের হন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া পরিষদ চেয়ারম্যান কবির মুরাদ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলি করিম, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, মাহমুদুর রহমানের আইনজীবী এ্যাডভোকেট শাহেদ হাসান টগর উপস্থিত ছিলেন।