বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে কুল চাষে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক
ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে কুল চাষে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা।॥
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকে কুল চাষ করে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক। সে বরাতিয়া গ্রামের জাতীয় কৃষি পুরস্কার পাওয়া কৃষক সুভাষ মল্লিকের পুত্র। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মৌসুমি ফলের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক নবদ্বীপ মল্লিক দেড় বিঘা জমিতে দেশীয় উন্নত জাতের নারকেল কুলের আবাদ করেছেন। আধুনিক পদ্ধতিতে কুল চাষ করে অধিক ফলন পেয়েছেন তিনি। বাজার দর ভাল থাকায় আর্থিক ভাবেও অনেক লাভবান হয়েছেন। জানাগেছে, দেড় বিঘা জমিতে কুল চাষ করতে ২৩ হাজার টাকা খরচ হয়েছে। পক্ষান্তরে বিক্রি হয়েছে ১ লক্ষ ৪২ হাজার টাকা। ফলে এ মৌসুমে কুল চাষ করে অধিক লাভবান হয়েছেন। এদিকে গতকাল কুল ক্ষেত পরিদর্শনে আসেন ডুমুরিয়া উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন। এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুন্নাহার এবং কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আধুনিক পদ্ধতি ও কলা কৌশল ব্যবহার করে কুল চাষে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক। এ ছাড়া তার ক্ষেতে বিভিন্ন প্রকার সবজির রয়েছে। তিনি একজন পেশাদার ও ভালমানের কৃষক।