রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় বৈদ্যুতিক খুটিতে চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা
ডুমুরিয়ায় বৈদ্যুতিক খুটিতে চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় বৈদ্যুতিক খুটিতে চাপা পড়ে মরিয়ম (৩) নামের এক শিশু কন্যার করুন মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার মিকসিমিল মোল্ল্যা পাড়া এলাকার মিন্টু মোল্লার ৩য় সন্তান।এ ঘটনায় নিহতের চাচা আলামিন মোল্লা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।তবে মামলার কোন আসামী আটক করতে পারেনি পুলিশ।মামলা সুত্রে জানা যায় উপজেলার মিকসিমিল এলাকায় নুতন বিদ্যুৎ লাইন স্থাপনের জন্য দৌলতপুর মহেশ্বরপাশা বনিক পাড়া এলাকার সোসাল ডিভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রোঃ ঠিকাদার শরিফুল ইসলাম কাজ করে আসছে।ঘটনার দিন গত শুক্রবার বিকেলে জনৈক হোসেন আলীর বাড়ীর সামনে মাটিতে খোড়া গর্তে বৈদ্যুতিক খুটি স্থাপনের সময় খুটিটি এক পর্যায়ে পড়ে যায়।এ সময় পাশে থাকা শিশু কন্যা মরিয়ম চাপাপড়ে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।ঘটনা প্রসংগে ওসি মোঃ হাবিল হোসেন বলেন শিশুটির মরাদেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে।এঘটনায় চাচা আলামিন মোল্লা বাদি হয়ে ঠিকাদার শরিফুলকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখ করে নরহত্যার অভিযোগ এনে একটি মামলা করেছেন। মামলার কোন আসামী এখনো আটক হয়নি,তবে আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।