মঙ্গলবার ● ৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছায় জাতীয় পাট দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পাট দিবস পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে “বাংলার পাট বিশ্বমাত, সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর মঙ্গলবার সকালে পাটর্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, কৃষক শ্যামপদ মন্ডল, মনিরুল ইসলাম, শিক্ষার্থী আসির ফয়সাল, কামরুন্নাহার মুনমুন ও কবিতা সরকার। উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রভাষক কুসুম কলি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাহার আলী, সাংবাদিক এন ইসলাম সাগর, আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক শিল্পী পারভীন, পাপিয়া সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ সরকার, আনন্দ মন্ডল, সিএ গোলাম সরোয়ার ও সবুর মোড়ল।