শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিডিপিসি এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে “জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, তারেক আহম্মেদ, শিক্ষক প্রদীপ শীল, দিপংকর ফৌজদার, আনন্দ বনিক, উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, বিডিপিসি’র প্রতিনিধি আল ফারুক, আহসান আহম্মেদ, মোঃ মুছা, মুক্তা বেগম, সাইফুল ইসলাম, গহর আলী সরদার, সবুর হোসেন, শিক্ষার্থী আসির ফয়সাল ও মুন্নী দাশ।