বুধবার ● ১৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন
নড়াইলে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন
ফরহাদ খান, নড়াইল।
নড়াইলে শুরু হয়েছে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। পরিবার পকিল্পনা অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক শামসুল আলম।
বক্তারা বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে এদেশের জনসংখ্যা নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে হবে। জনসংখ্যার বিস্ফোরণ থেকে দেশকে রক্ষা করতে হবে।
মেলা প্রাঙ্গণে সিভিল সার্জন, জেলা পরিবার পরিকল্পনা, লোহাগড়া ও কালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা, সূর্যের হাসি ক্লিনিক, সুশীলন, ব্র্যাাক, সিকদার ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি পর্যায়ের ২০টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে নিরাপদ গর্ভধারণ, পরিকল্পিত ও সুুখী পরিবার গঠন, মাতৃ মৃত্যু হার রোধসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার ও সচেতনার বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।