বুধবার ● ১৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে ঢাকায় অবস্থান ॥ পৌরবাসি নাগরিক সেবা থেকে বঞ্চিত
কেশবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে ঢাকায় অবস্থান ॥ পৌরবাসি নাগরিক সেবা থেকে বঞ্চিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির দাবীতে গত ১০ মার্চ থেকে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে। যার ফলে কেশবপুর পৌরবাসি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানাগেছে, বাংলাদেশের সকল পৌর সভার কর্মকর্তা-কর্মচার দের নিয়োগ, আদেশ, বদলী আদেশ ও নিয়ন্ত্রন করে থাকেন গনপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রজন্ত্রের অন্যান্য সকল সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সরকারী কোষাগার হতে বেতন-ভাতা পেয়ে থাকলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা পাচ্ছেন না।
এদিকে কেশবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির দাবীতে গত ১০ মার্চ থেকে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে। যার ফলে পৌরবাসিরা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পৌরসভা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মশক নিধন না করায় মশার উপদ্রব ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।