বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত
আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবিতে গতকাল বুধবার আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার অন্দোলন মাগুরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি বলরাম বসাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, ইতিহাস গবেষক ডা:কাজী তাসুকুজ্জামান, খন্দকার সিরাজুল ইসলাম, প্রভাষক দিলিপ কুমার সরকার, জাসদ সম্পাদক সমির কুমার চক্রবর্তী, শরিফ মিজানুর রহমান ও সামিম শরীফ প্রমূখ। বক্তারা দ্রুত “বৈষম্য বিলোপ আইন” প্রণয়নসহ ৮ দফা দাবী পেশ করেন। মানববন্ধন শেষে তারা শোভাযাত্রা করে শহর প্রদক্ষিন করে। এরপর শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন স্মৃতি পরিষদ অফিস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুর রউফ মাখন।