বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে মামুন হত্যার সন্দেহমূলক আসামী ব্যাবসায়ী জামাল হোসেনের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কেশবপুরে মামুন হত্যার সন্দেহমূলক আসামী ব্যাবসায়ী জামাল হোসেনের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
গৌরীঘোনা (যশোর) ঃ কেশবপুরে মামুন হত্যার সন্দেহভাজন আসামী ব্যাবসায়ী জামাল হোসেনের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মঙ্গলকোট গ্রামের আবুল কালাম বলেন, তার পিতা আফাজ উদ্দীন দীর্ঘ ৪০ বছর যাবৎ মঙ্গলকোট বাজারে আফাজ স-মিল ও রাইস মিল নামক দুটি ব্যাবসা পতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তারা দুইটি ভাই ব্যবসার দুটি শাখা দেখাশুনা করেন এবং তাদের আদৌ কোন ব্যাবসায়ীক পার্টনার নেই। গত ২৭-০২-২০১৮ তারিখে হিজালডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনরে পূত্র মামুন নামে এক ব্যক্তি খুন হয়। তার পরের দিন সন্ধ্যায় সেই খুনের সন্দেহ মূলকভাবে পুলিশ তার ছোটভাই জামাল সরদারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। পরে পুনরায় ০১-০৩-২০১৮ তারিখে দুপুর ২ টার সময় পুলিশ আবার তার ছোটভাই জামালকে থানা হাজতে নিয়ে এসে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ ও টর্চারিং করে এবং পরের দিন জেল-হাজতে প্রেরণ করে। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আরো বলেন, উল্লেখিত খুনের ঘটনার দিন জামাল তার অসুস্থ্য পিতাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান এবং বাড়িতে যেয়ে দেখেন তাঁর মাও অসুস্থ্য হয়ে শয্যাশায়ী। সাথে সাথে তিনি ডাক্তার ডেকে আনেন এবং ডাক্তার তার মাকে সেলাইন দেন। অথচ এলাকার একটি কুচক্রী মহল তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য থানা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে তার ছোট ভাই জামালকে মামুন হত্যা মামলার সন্দেহমূলক আসামী করেছে এবং কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মামুন হতার সঠিক তদন্ত দাবী করেন এবং তার নিরাপরাধ ছোট ভাই জামালের মুক্তি দাবী করেন। সংবাদ সম্মেলনে কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতি এবং বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি (২২৭) এর কর্মকর্তা-সহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।