বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » চুকনগরে বেগুন বীজ উৎপাদনে সফল হয়েছেন বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক
চুকনগরে বেগুন বীজ উৎপাদনে সফল হয়েছেন বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা॥
চুকনগরে বেগুন বীজ উৎপাদনে সফল হয়েছেন বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের মৃত অধীর মল্লিকের পুত্র এবং ২০১৭ সালের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত বর্গাচাষী কৃষক। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সে সবজির চাহিদা পুরনের লক্ষ্যে সবজি চাষের পাশাপাশি বিভিন্ন প্রকার সবজির বীজ উৎপাদন সংরক্ষণ এবং তা বিনামূল্যে বিতরণ করে থাকেন। এলাকার কৃষকের সবজি চাষের সহায়ক হিসাবে এবার এ মৌসুমে তিনি ১০ শতক জমিতে বেগুন বীজ উৎপাদন করেছেন। যাহা আগামী মৌসুমে কৃষকের মাঝে বিতরণ করবেন। কৃষক সুরেশ্বর জানান, বেগুন, ফুলকপি, সিম ও পালংশাক সহ বিভিন্ন প্রকার সবজির বীজ উৎপাদন করেছেন। এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার আতিকুন্নাহার এবং কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, সবজি চাষাবাদে এলাকার কৃষকের বীজের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক সুরেশ্বর বিভিন্ন প্রকার সবজির বীজ উৎপাদন এবং তা কৃষকের মাঝে বিতরণ করে থাকেন।