বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে মাগুরায় র্যালী
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে মাগুরায় র্যালী
মাগুরা প্রতিনিধি॥ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে মাগুরায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি কালেক্টরেট চত্ত্বর থেকে বের হয়ে মাগুরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আছাদুজ্জামান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক আতিকুর রহমান প্রধান অতিথি বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান,সিভিল সার্জন ডা.মুন্সি ছাদউল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৬ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (সিডিপি) কাছ থেকে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরনের যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন।