শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই….শেখ হারুনুর রশীদ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই….শেখ হারুনুর রশীদ
এস ডব্লিউ নিউজ ॥
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে তলা বিহিন ঝুড়ির খেতাব নিয়ে ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট হয়। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় তার প্রমাণ সম্প্রতি জাতি সংঘ স্বীকৃতি দিয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসলে যে লুটপাট করে এতিমের টাকা আত্মসাৎ মামলায় খালেদা জিয়ার সাজা তারই প্রমাণ। তিনি আরো বলেন, শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে। বছরের প্রথম দিন ৩৫ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে শিক্ষার হার ও মান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকার তারেক রহমানের মত খাম্বার রাজনীতি করে না। এক সময় লোড শেডিংএ দেশের মানুষ অতিষ্ঠ ছিল। এখন আর লোড শেডিংএর কারণে কেউ অতিষ্ঠ হয় না। বিদ্যুৎ উৎপাদনে সরকার নজির বিহিন দৃষ্ঠান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালের মধ্যেই দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুতের সুবিধা পৌছে দেওয়ার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন করবে সরকার। সরকারের সামগ্রীক এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি শনিবার সকালে পাইকগাছার কপিলমুনি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ হারুনুর রশীদ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও এরআগে কপিলমুনি কলেজের এমপি নূরুল হক ফুটবল মাঠের শুভ উদ্বোধন করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, প্রাক্তন অধ্যক্ষ সহর আলী গাজী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, হরে কৃষ্ণ দাশ, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা। বক্তব্য রাখেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপাধ্যক্ষ আফসার আলী, নির্মল মজুমদার, যুগোল কিশোর দে, শেখ হেদায়েত আলী টুকু, শেখ লুৎফর রহমান, জেলা যুবলীগনেতা সরদার জাকির হোসেন, হাজী সাইফুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, রাফেল হোসেন বাবু, আমিন বেগ, পাপিয়া সরোয়ার, মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, তাপস কুমার সাধু, ইরফান আলী মোড়ল, সরদার আব্দুল মান্নান, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, প্রণব কান্তি মন্ডল, আসিফ ইকবাল রনি, ছাত্রলীগনেতা এসএম মশিয়ার রহমান, দ্বীপ পান্ডে, শুভ সেন, কবিরুল ইসলাম, রায়হান পারভেজ রনি, মাসুদ পারভেজ ও রমজান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক শেখ ময়েজুর রহমান।