শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার শাফলা ক্লিনিকে ডাক্তারের ভূল অস্ত্রপাচারের কারনে নারীর মৃত্যু : মোটা টাকায় রফাদফা !
পাইকগাছার শাফলা ক্লিনিকে ডাক্তারের ভূল অস্ত্রপাচারের কারনে নারীর মৃত্যু : মোটা টাকায় রফাদফা !
এস ডব্লিউ নিউজ।
পাইকগাছার শাফলা ক্লিনিকে ডাক্তারের ভুল অস্ত্রপাচারে আরিফা(২১) নামে অসহায় এক নারী মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিয়েছে ক্লিনিক কর্তিপক্ষ।
১৫ মার্চ বিকালে উপজেলার মৌখালী গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী আরিফা খাতুন কে পেট ব্যাথা কারনে পাইকগাছার শাফলা ক্লিনিকে ভর্তি করলে ১৬ মার্চ তার এ্যাপান্ডিসের অস্ত্রপাচার করে ক্লিনিক মালিক কর্থিত ডাক্তার তাপস ও সাতক্ষীরা থেকে আগত ডাঃ বিপেন বিহারী। কিন্তু ভূল অপরেশনের করনে তার মুত্রনাড়ি কেটে বাদ দেন ডাক্তাররা। মুত্রনাড়ি কাটার কারনে দুই দিন ধরে তার প্রসাব পায়খানা না হওয়ায় তার পেট ফুলতে থাকে। ১৯ মার্চ রাতে রুগীর পেট ব্যাথায় চিৎকার চেঁচামেচি শুনে ডাক্তারের ঘুমভাঙ্গে। ডাক্তাররা এসেদেখে রোগীর অবস্থা আস্থে আস্থে অবনিতর দিকে যাচ্ছে। তখন অন্য সভার ডাকাডাকির পর রাতেই তাপস নিজে এ্যামবুলেঞ্চ রোগী ও তার মাকে নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি করে। সেখানকার ডাক্তারা বিভিন্ন পরিক্ষা নিরেক্ষা করে জানতে পারেন রোগীর প্রসাব ও পায়খানার রাস্থা এক হয়ে গেছে শরিরে অপরেশন করার সময় নাড়ী ছিড়ে গেছে যার কারনে এ সমস্যা। তবে এই রুগীর বাঁচানোর জন্য আরও একটি অপরেশন করা লাগবে বলে জনানোর পরে ২২ মার্চ আরিফার মৃত্যু হয়।
রোগী আরিফার বাবা আব্বাস আলী বলেন আমার মেয়েকে ভূল অস্ত্রপাচারের কারনে মৃত্যু হয়েছে। আমরা খুলনায় নিয়ে রোগী বাঁচাতে অনেক টাকা খরচ করলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারিনী। আমাদের কাছ থেকে সাদা কাগজে সই করে নিয়েছে ক্লিনিক কর্তিপক্ষ। কতটাকা দিয়েছে ক্লিনিক থেকে সে বিষয়ে তিনি বলেন টাকার বিষয় আমার জামাই জানে।
শাপলা ক্লিনিকের মালিক তাপসে কাছে এই বিষয় জানতে চাইলে তিনি বলেন রুগি আমাদের এখানে অস্ত্রপাচারের পর তার কিডনি জনীত সমস্যার কারনে খুলনায় পাঠানো হয় এবং ২২ মার্চ সকালে সেখানে মৃত্যু হয়। টাকা লেনদেনের বিষয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিব করেননি।