মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » অপচিকিৎসায় রোগীর মৃত্যুর কারণে পাইকগাছার শাপলা ক্লিনিক বন্ধ; তদন্ত কমিটি গঠন
অপচিকিৎসায় রোগীর মৃত্যুর কারণে পাইকগাছার শাপলা ক্লিনিক বন্ধ; তদন্ত কমিটি গঠন
এস ডব্লিউ নিউজ ॥
অপচিকিৎসায় পাইকগাছার শাপলা ক্লিনিকের রোগীর মৃত্যুর কারণে ক্লিনিক বন্ধ করা হয়েছে। অভিযোগ তদন্তের জন্য ডেপুটি সার্জন খুলনাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাপলা প্রাইভেট ক্লিনিকটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার জন্য সিভিল সার্জন খুলনা অফিস থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মাহফুজুর সানার স্ত্রী আরিফা বেগম (২০)কে হাতুড়ে ডাক্তার দ্বারা এ্যাপেনডিক্স ও ওভারিয়ান সিস্ট অপারেশনের করা হয়। পরবর্তীতে ১৯ মার্চ রোগীর পেট ফেঁপে উঠলে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ২২ মার্চ ভোরে রোগী আরিফা বেগমের মৃত্যু হয়েছে। পরবর্তীতে লাশ পাইকগাছায় পৌছানোর আগেই পথিমধ্যে নতুন বাজারে বসে মামলা না করা শর্তে রোগীর পরিবারকে নগদ এক লাখ টাকায় দিয়ে মেনেজ করা হয়েছে। আর স্থানীয় প্রভাবশালীসহ অন্যান্যদের মুখ বন্ধ করতে ছড়ানো হয়েছে আরো লক্ষাধিক টাকা। ইতিপূর্বে শাপলা ক্লিনিকে অপচিকিৎসার কারণে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানাগেছে।