বুধবার ● ২৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় উপস্থাপনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষা অফিসারের স্বামীকে মারপিটের অভিযোগ
পাইকগাছায় উপস্থাপনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষা অফিসারের স্বামীকে মারপিটের অভিযোগ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক ময়নুল ইসলামের বিরুদ্ধে উপস্থাপনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের স্বামী বাবলু ঘোষকে মারপিট করার অভিযোগ উঠেছে। আহত বাবলু ঘোষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে মারপিটের ঘটনা অস্বীকার করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয় বলে প্রভাষক ময়নুল ইসলাম জানিয়েছেন। সহকারী শিক্ষা অফিসার শোভা রায় জানান, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার জন্য আমার উপর দায়িত্ব অর্পন করা হয়। আমি ও প্রভাষক ময়নুল ইসলাম প্রশাসনের বেশিরভাগ অনুষ্ঠান উপস্থাপনা করে থাকি। আমি অনুষ্ঠান উপস্থাপনা করলে ময়নুল ইসলাম আমাকে প্রতিপক্ষ ভাবেন এবং এ নিয়ে তিনি দীর্ঘদিন আমার সাথে বৈরী আচারণ করে আসছেন। এরই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার রাত ৯টার দিকে আমার স্বামী বাজার থেকে বাসায় আসছিল। পথিমধ্যে প্রভাষক ময়নুল ও তার লোকজন তাকে বেদম মারপিট করে। স্বামী বাবলু ঘোষ জানান, আমি বাজার থেকে কোর্টের পাশের রাস্তা হয়ে ফোনে কথা বলতে বলতে বাসায় আসছিলাম। উপজেলা পরিষদ এলাকার নির্বাচন অফিস সংলগ্ন এলাকায় পৌছানোর পর হঠাৎ প্রভাষক ময়নুল ইসলাম আমার দিকে ছুটে এসে আমাকে বলে আমি কেন অকথ্য ভাষায় গালিগালাজ করলাম। তখন আমি তাকে বলি দাদা আমিতো আপনার সঙ্গে কোন কথায় বলিনি। তা হলে আমি আপনাকে কিভাবে গালিগালাজ করলাম। এ কথা বলার পর কথা কাটিকাটির এক পর্যায়ে আমাকে মারপিট করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে আসেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে প্রভাষক ময়নুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে নির্বাচন অফিস এলাকার রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। হঠাৎ দেখি বাবলু ঘোষ আমাকে দেখে গালিগালাজ করছে। আশেপাশে তেমন কেউ না থাকায় আমি তার কাছে জিজ্ঞাসা করি, আপনি আমাকে গালিগালাজ করলেন কেন? এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হলে অনেক লোকজন উপস্থিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে আমাদেরকে স্যারের কার্যালয়ে ডেকে নিয়ে বিষয়টি মিমাংসা করে দেন। কথা কাটাকাটি ছাড়া এ ঘটনায় মারপিটের কোন ঘটনা ঘটেনি বলে প্রভাষক ময়নুল ইসলাম জানিয়েছেন।