শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ৪২শ ৮৫ হেক্টর জমিতে বোরো’র আবাদ হয়েছে
পাইকগাছায় ৪২শ ৮৫ হেক্টর জমিতে বোরো’র আবাদ হয়েছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় চলতি বোরো মৌসুমে ৪২শ ৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বিগত বছর যা ছিল ২৭শ ৭৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে আরো ১৫শ ১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় ও সরিষার আবাদ কম হওয়ায় কৃষকরা অধিক জমিতে বোরো আবাদ করছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে আরো ১৫শ ১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নে ৪২শ ৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের মধ্যে হরিঢালী ৯৩০, কপিলমুনি ৯৬০, রাড়–লী ৯২০, গদাইপুর ৮৬০, চাঁদখালী ৪৯০, গড়ইখালী ১০, পৌরসভা ১১০, দেলুটি ইউনিয়নে ৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাই ব্রিড- ২৩৫৫ হেক্টর, উফসী ১৯৩০ হেক্টর। কৃষকরা উফসী জাতের ধানের মধ্যে ব্রি ধান ২৮, ব্রি ধান ৫৫ ও ব্রি ধান ৬৭ জাত ও হাই ব্রিড সিনজেনটা ১২০১, ১২০৩, ১২২০, এসএল ৮ এইচ ও শক্তি-২ জাতের ধানের আবাদ বেশি করেছে। অগ্রীম লাগানো ধানে কুশির দানা পুষ্ট হয়েছে এবং নাবী করে লাগানো কাইচ থোড় বের হচ্ছে। উপজেলার গদাইপুর গ্রামের কৃষক রফিকুল, গোপালপুর গ্রামের জিল্লুর রহমান জানান, এ বছর বোরোর আবাদ খুব ভালো হয়েছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে ভাল ফলন পাবে বলে তারা জানান। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম জানান, চলতি বোরো মৌসুমে আবাদকৃত ধান খুব ভাল হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ব্লকের কৃষকদের খোঁজ খবর সহ নানা পরামর্শ দিচ্ছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না ঘটলে পাইকগাছায় বোরোর আশানুরূপ ভাল ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।