সোমবার ● ২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার সকালে শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুজন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, সেলিনা পারভীন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স্কুলের সভাপতি জগদীশ চন্দ্র রায়, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, পরিসংখ্যানবিদ মাসুরুজ্জামান ও মুজিবর রহমান বুলি। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ৫৩ হাজার ৭শ ৮৯ শিশুকে কৃমিনাশক খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩১১টি কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১৬ বছর বয়সী ৫৩ হাজার ৭শ ৮৯ শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক খাওয়ানো হয়।