সোমবার ● ২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পাইকগাছা সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা পৌরসভা কর্তৃক পোনা মার্কেটের নামে হাট বাজার ইজারা দিয়ে পোনা ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর সদরস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান কিনু মিস্ত্রীর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, পৌর অভ্যান্তরে সরকারী পেরিফেরী জায়গায় পৌরসভার কোন পোনা মার্কেটের অবস্থান নাই । প্রায় শতাধিক পোনা ব্যবসায়ী পৃথক পৃথক ভাবে নিজস্ব ও ভাড়াটিয়া ঘরে পোনা ব্যবসা পরিচালনা করে আসছে। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ হাট বাজার ইজারা দেওয়ার নামে পোনা ব্যবসায়ীদের কাছ থেকে যে অবৈধ টোল আদায়ের ষড়যন্ত্র শুরু করেছেন তা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। সভায় বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া সহ নির্দিষ্ট সময়ের পরে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, রেজাউল ইসলাম, সাজ্জাত আলী সরদার, জিএম ইকরামুল ইসলাম, এসএম মাহাবুবর রহমান, মনিরুজ্জামান মনি, শেখ শহিদ হোসেন বাবুল, মিজানুর রহমান, গোলাম ফারুক বুলু, শিবপদ মন্ডল, কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, সুভাষ সানা মহিম, বাবু রাম মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, শামীম হোসেন, ফারুক হোসেন, জিএম রেজাউল করিম, জিনারুল ইসলাম, অনুপ কুমার ঘোষ, জিয়াউর রহমান, জিএম মাসুদ আলী, ইলিয়াস হোসেন, শেখ আব্দুল আজিজ, তোবারক হোসেন ভুট্ট, ফিরোজ হোসেন, তুহিন আহম্মেদ, রজব আলী, নুরুজ্জামান টিটু, বসির হাসান ও সোহরাব সরদার।