বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলে শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে
মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলে শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে
মাগুরা প্রতিনিধি।
জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলে, শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে ক্ষুদে ডাক্তার নির্বাচন করে তাদের মাধ্যমে এ ট্যাবলেট খাওয়ানো হয়। ইতিমধ্যে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মাঝে এ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এ উপলক্ষে গত সোমবার প্রতিষ্ঠানে কৃমি নাশক এক ওরিয়েনটেশন সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার সুব্রত কুমার বিশ্বাস ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান সহ প্রতিষ্ঠানের প্রত্যেক শ্রেণির ক্ষুদে ডাক্তার ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।