শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে জালাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা
কেশবপুরে জালাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে জালাবদ্ধতা নিরসনে ৩টি খাল খননের কাজ শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ২৭ লাখ টাকা ব্যায়ে উপজেলার শ্রীফলা খাল-সহ ৩টি খাল প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে পুনঃখননের কাজ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিএডিসি যশোর রিজিয়নের প্রকৌশলী মাহাবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল রশিদ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বক্তব্য রাখেন মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল হালিম।