শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় অনির্বাণ লাইব্রেরির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পাইকগাছায় অনির্বাণ লাইব্রেরির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
এস ডব্লিউ নিউজ ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা তিনি পূরণ করে যেতে পারেননি। যোগ্য উত্তরসুরী হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, এক সময় অটিজম সহ অনেক শ্রেণীর মানুষ সমাজে উপেক্ষিত ছিল। প্রধানমন্ত্রী তাদেরকে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে এসে মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি সমাজে ভিন্ন ধর্মের ও ভিন্ন শ্রেণীর মানুষ থাকবে এটাই স্বাভাবিক। সমাজে কোন জাতি-গোষ্ঠিকে উপেক্ষা না করে সব ধর্মের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনার অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ ও মননশীল জাতি গঠণের জন্য লাইব্রেরির কার্যক্রমকে গতিশীল করতে হবে। একটি লাইব্রেরি একটি গ্রাম বদলে দিতে পারে অনির্বাণ লাইব্রেরি যার অনন্য দৃষ্টান্ত। মাদক ও নকল একটি দেশ ধ্বংস করার জন্য যথেষ্ঠ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, লাইব্রেরির নানামুখী কার্যক্রমের মাধ্যমে সমাজের অস্তিরতা নিরসন, মানবিকতা প্রতিষ্ঠা ও তরুন প্রজন্মকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অনির্বাণ লাইব্রেরি ও মাহমুদকাটি গ্রাম ভবিষ্যতে দেশের মডেল হিসেবে অনুকরণীয় হয়ে থাকবে বলে আশাব্যক্ত করে লাইব্রেরির সমৃদ্ধি কামনা করেন। তিনি শুক্রবার সন্ধ্যায় পাইকগাছা উপজেলার মাহমুদকাটি হরিসভা মন্দির চত্ত্বরে অনির্বাণ লাইব্রেরি ও নাগরিক সমাজ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে মন্ত্রী অনির্বাণ লাইব্রেরি ভবন পরিদর্শন ও হরিসভা রাধা-গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। অনির্বাণ লাইব্রেরির সভাপতি সমীরণ দে’র সভাপতিত্বে ও পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ শহিদ উল্লাহ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার। বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য শাকিলা রুমা, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, হরেকৃষ্ণ দাশ, উপাধ্যক্ষ আফসার আলী, অধ্যাপক বিধান ভদ্র, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, পূজা পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কাজী মুরাদ ও অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ। এর আগে মন্ত্রী বিকালে সলুয়া প্রত্যাশা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন ও সকালে কপিলমুনিতে বিজ্ঞানী পিসি রায় তথ্য ও প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন।