মঙ্গলবার ● ১০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘শাইনিং পর্সোনালিটি গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন কাজী সরোয়ার হোসেন
‘শাইনিং পর্সোনালিটি গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন কাজী সরোয়ার হোসেন
ফরহাদ খান, নড়াইল।
রাজনীতি, সমাজসেবা ও ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শাইনিং পর্সোনালিটি গোল্ডেন অ্যাওয়ার্ড-২০১৮’ সম্মাননা পেলেন নড়াইলের কালিয়ার কৃতি সন্তান কাজী সরোয়ার হোসেন। স্বাধীনতা সংসদের আয়োজনে শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল মিলনায়তনে কাজী সরোয়ার হোসেনের হাতে ‘আলোকিত ব্যক্তিত্ব স্বর্ণ পদক’ তুলে দেন সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
স্বাধীনতা সংসদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে ‘মুক্তিযুদ্ধের চেতনা, তোমার আমার ঠিকানা’ শীর্ষক সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বীর প্রতীক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা সংসদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ এন সালামত উল্লাহ, মহাসচিব সাহেদ আহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মাইন উদ্দিন শুভ প্রমুখ।
আয়োজকরা জানান, স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিদীপ্ত সংগঠন ’স্বাধীনতা সংসদ’। ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জ্বীবিত করার পাশাপাশি স্বাধীনতার ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের জন্ম-মৃত্যু পালনসহ উন্নয়নমূলক কর্মকান্ডে ভূমিকা রাখছে এ সংগঠনটি। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা সংসদের ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে রাজনীতি, সমাজসেবা ও ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফ্লাই বার্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেনকে ‘শাইনিং পর্সোনালিটি গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে অবদানের জন্য আরো ১৪ বিশিষ্ট ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়।
জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের সন্তান যুবলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত। নড়াগাতি থানা যুবলীগের সাধারণ সম্পাদক কিসমত চৌধুরী জানান, কাজী সরোয়ার আদর্শবাদী নেতা হিসাবে পরিচিত। কলাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মুরসালিন মোল্যা বলেন, সরোয়ার হোসেন স্পষ্টবাদী ও ন্যায়ের পক্ষে সব সময় অবস্থান করে থাকেন। দলীয় নেতাকর্মীদের ভালোবাসেন। নড়াগাতি থানা আ’লীগের সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দীন বলেন, তরুণ প্রজন্মের নেতা কাজী সারোয়ার শুধু দলীয় নেতাকর্মীদের নয়, এলাকাবাসীর খোঁজখবর নেন। সব সময় পাশে থাকার চেষ্টা করেন।