রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
পাইকগাছায় মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবক রাসেলের মৃত্যু হয়েছে। হামলা ও মারপিটের একদিন পর রোববার বিকাল ৫টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয় বলে তার চাচা শাহাজান নিশ্চিত করেছেন।
প্রাপ্ত সূত্রে জানাযায়, শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার নতুন বাজারস্থ শামীম মোবাইল সার্ভিসিং সেন্টারে মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে সামান্য কিছু টাকা নিয়ে সার্ভিসিং সেন্টারের মালিক শামীম আহম্মেদের সাথে মোবাইল মেরামতকারী মটবাটী গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে শফিকুল ইসলামের বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ সময় শামীম আহম্মেদের নিকট থেকে প্রশিক্ষণ নেওয়া গোপালপুর গ্রামের মতলেব সরদারের ছেলে রাসেল (২২) মারপিট ঠেকাতে যায়। পরে শফিকুল তার লোকজনকে ডেকে নিয়ে এসে নতুন বাজার ৩ রাস্তা মোড়ে ফেলে রাসেলকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহত রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে। খুলনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল ৫টার দিকে রাসেলের মৃত্যু হয়। মৃত্যুর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী নতুন বাজার এলাকার সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।