রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৮টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় গ্রাম বাংলার নানা ঐতিহ্য শোভা পায়। উপজেলা প্রশাসনের পাশাপাশি শোভাযাত্রায় পাইকগাছা কলেজ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, শিব্সা সাহিত্য অঙ্গন, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ এমএ গফুর ও ইউনিভার্সাল এডার্স স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে। সকাল সাড়ে ৮টায় পান্তা ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১০ টায় গ্রামীন খেলাধূলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান এর সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড শেখ মোঃ নূরুল হক। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অবঃ অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, প্রাক্তন সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বিকালে গদাইপুর ফুটবল মাঠে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে ৩ দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। উপস্থিত ছিলেন, প্রাক্তন যুগ্ম সচিব অমীয় ঘোষ, আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, রতন ভদ্র, আব্দুর রাজ্জাক মলঙ্গী ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। নববর্ষের দ্বিতীয় দিন শিবসা ব্রিজ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা।