বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ক্ষমা চেয়ে রেহাই পেলেন শিক্ষা কর্মকর্তার স্বামীর উপর হামলাকারী প্রভাষক ময়নুল ইসলাম
ক্ষমা চেয়ে রেহাই পেলেন শিক্ষা কর্মকর্তার স্বামীর উপর হামলাকারী প্রভাষক ময়নুল ইসলাম
এস ডব্লিউ নিউজ ॥
অবশেষে অঙ্গিকারনামা ও ক্ষমা চেয়ে রেহাই পেলেন শিক্ষা কর্মকর্তার স্বামীর উপর হামলাকারী প্রভাষক ময়নুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় সম্মানজনক, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনার নিষ্পত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রভাষক ময়নুল ইসলাম তার কৃতকর্মের জন্য অনুতপ্ত, এ ধরণের ঘটনা আর ঘটবে না তার প্রতিশ্র“তি ও ক্ষমা চেয়ে বাবলু ঘোষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত রায়, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আরডিও কর্মকর্তা সুব্রত কুমার, সহকারী শিক্ষা অফিসার শোভা রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনাকে কেন্দ্র করে ময়নুল ইসলাম সহকারী শিক্ষা অফিসার শোভা রায়কে প্রতিপক্ষ মনে করে দীর্ঘদিন তার সাথে বৈরী আচারণ করে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন গত ২৭ মার্চ রাত ৯টার দিকে শোভা রায়ের স্বামী বাবলু কুমার ঘোষ বাজার থেকে বাসায় আসার সময় উপজেলা পরিষদ এলাকার নির্বাচন অফিস সংলগ্ন এলাকায় পৌছালে ময়নুল ইসলাম বাবলু ঘোষর উপর চড়াও হয়ে মারপিট করে। এ ঘটনায় পাইকগাছা আদালতে পাল্টাপাল্টি মামলা হয়। সৃষ্ট ঘটনা সুষ্ঠ ও শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী।