রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে পৌর কাউন্সিলর জামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শত শত মহিলার ঝাটা মিছিল
কেশবপুরে পৌর কাউন্সিলর জামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শত শত মহিলার ঝাটা মিছিল
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দীন সরদারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার সকালে এলাকার শত শত মহিলা ঝাটা মিছিল করেছে।
জানাগেছে, পৌরসভার সাবদিয়া গ্রামের আব্দুল আজিজ খোকনের ছেলে কামরুল ইসলামের বিরুদ্ধে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। অপরদিকে একই গ্রামের পৌর বিএনপির নেতা আব্দুল করিমের স্ত্রী রশিদা বেগমের বিরুদ্ধে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। কেশবপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দীন সরদার এলাকাবাসিকে সাথে নিয়ে নাশকতা ও রাস্তা দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। গত বুধবার রাতে থানার এস আই ফকির শওকত নাশকতার পরিকল্পনার অভিযোগে কামরুল ইসলামকে আটক করে জেল-হাজতে প্রেরণ করে। এদিকে নাশকতা ও রাস্তা দখলবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আব্দুল আজিজ খোকন, রাশিদা বেগম ও বিএনপিনেতা সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র করতে থাকে। তাদের পরিবারের ৪/৫ জন মহিলার হাতে ঝাড়– তুলে দিয়ে পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় বানোয়াট সংবাদ প্রকাশ করায়।
এদিকে কেশবপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দীন সরদারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার সকালে পৌরসভার সাবদিয়া এলাকার শত শত নারী ঝাটা মিছিল করে। মিছিলটি সাবদিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে সাবদিয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিলিমা বেগম, তাসলিমা বেগম, স্বপ্না খাতুন, তাসলিমা খাতুন, নুরজাহান বেগম, খাদিজা বেগম, মুসলিমা খাতুন, সালমা খাতুন, সাজেদা বেগম, নাসিমা খাতুন, সাইফুন্নেছা বেগম, ফরিদা বেগম, বিবিজান বেগম, জামেলা বেগম, রোকেয়া বেগম, রেশমা বেগম, তাসলিমা বেগম, কারিমা, বিলকিস, হালিমা, ফিরোজা, নাসিমা, সালেহা, জাহানারা, ফাতেমা, নুরজাহান, লাবণী, মিনু, সুমি, রূপা, মমতাজ, লিমা, রহিমা, রিনা, আছিয়া, আয়শা, রশিদা, ফরিদা, আছিরন, শাহানারা, আসমা, পারুল, আমেনা, নাসরিন, লাইলী, নেজান, হালিমা, লুৎফুন্নেছা, রুকজান, সায়মা, সোনিয়া, খোদেজা, সারবানু, খায়রুন্নেছা, নাজমা, আইফুল, রুনু, রেশমা, মর্জিনা প্রমুখ।