রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে পোস্ট অফিসে চাকুরী দেয়ার নামে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রত্যাখান করে পাল্টা সংবাদ সম্মেলন
কেশবপুরে পোস্ট অফিসে চাকুরী দেয়ার নামে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রত্যাখান করে পাল্টা সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুরে পোস্ট অফিসের পিওন পদে চাকুরী দেয়ার নামে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রত্যাখান করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কেশবপুর উপজেলার সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে স্থানীয় একটি সংবাদপত্র অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সন্যাসগাছা গ্রামের পরিতোষ ঘোষ বলেন, একই গ্রামের কোমল কৃষ্ণ চক্রবর্তীর ছেলে সদাশিব চক্রবর্তী অন্যের জমে বন্ধক রেখে চাষাবাদের কথা বলে আমার নিকট থেকে ২০১৭ সালের প্রথম দিকে ১ বছরের জন্য ৩ লাখ টাকা ধার নেয়। যার কয়েকজন স্বাক্ষী-সাবত রয়েছে। ১ বছর পার হওয়ার পর আমি টাকা ফেরত দেওয়ার জন্য সদাশিব চক্রবর্তীকে চাপ দিলে সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আমার টাকা আতœসাত করার জন্য গত ২৩ এপ্রিল পোস্ট অফিসের পিওন পদে চাকুরী দেয়ার নামে উল্টো আমার বিরুদ্ধে ৩ লাখ টাকা আতœসাতের অভিযোগে সম্মেলন করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সদাশিব চক্রবর্তীর নিকট থেকে তার ৩ লাখ টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।