রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৬৫ জন ভোটারের মধ্যে ৯৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১২টি পদের বিপরীতে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাতা প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম, মোঃ দাউদ শরীফ চেয়ার প্রতীকে ৩২৪ ভোট পেয়েছেন। দেওয়াল ঘড়ি প্রতীকে ৫৪৪ ভোট পেয়ে জি,এম, শুকুরুজ্জামান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রভাষক জিএমএ রাজ্জাক ফুটবল প্রতীকে ৩৭২ ভোট পেয়েছেন। মাছ প্রতীকে ৩৯৯ ভোট পেয়ে ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে শেখ ফজলুর রহমান মই প্রতীকে ২৮৬ ও সোহেল রাশেদ জনি তালাচাবি প্রতীকে ২৩৫ ভোট পেয়েছেন। মোরগ প্রতীকে ৪৭১ ভোট পেয়ে মৃত্যুঞ্জয় সরদার কোষাধাক্ষ্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বাবু রাম মন্ডল টেবিল প্রতীকে ৪৫১ ভোট পেয়েছেন। আট পরিচালক পদে ১১ প্রার্থীর মধ্যে নির্বাচিতরা হলেন, এটিএম নাহিদুজ্জামান নাহিদ আম প্রতীকে সর্বোচ্চ ৬৫৩, মইনুল গাজী পাখা প্রতীকে ৬৩৬, ইউছুপ সরদার ডাব ৬০৭, হারুনুর রশিদ কলস ৫৯২, নুরু গাজী কাপ-পিরিচ ৫৭৬, ডালিম সরদার দোয়াত কলম ৫৫৭, রাজিব কুমার প্রজাপতি ৫৪৮ ও শেখ আঃ আজিজ বাই সাইকেল প্রতীকে ৪৫৯ ভোট পেয়েছেন। পরাজিত ৩ প্রার্থীর মধ্যে শীষ কান্তি রায় টেলিভিশন প্রতীকে ৪১৩, রিমন শেখ বটগাছ প্রতীকে ৪০১ ও মীর ফারুক আহম্মেদ সিলিংফেন প্রতীকে ৩২৯ ভোট পান। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সমবায় দপ্তরের পরিদর্শক শশাংক শেখর রায়, শেখ মারুফ-উজ-জামান ও সমিতির আলহাজ্ব কাজী আজিজুল করিম। নির্বাচন কার্যক্রম সার্বিক তদারকি করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস।