সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » কৃষি » মাগুরায় শ্রমিক সংকটে বোরো ধান চাষীরা
মাগুরায় শ্রমিক সংকটে বোরো ধান চাষীরা
মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রমিক সংকটের কারণে পাকা বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন ধান চাষীরা। বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। এরই মধ্যে হঠাৎ করে ঝড় ও শিলা বৃষ্টিতে ধানগাছ পড়ে গেছে। এমতাবস্থায় মাঠের পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুঃসময় পার করছে মাগুরার বোর ধান চাষিরা।
চলতি মৌসুমে মাগুরায় ৪৪ হাজার ১৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৪ হাজার ৯০০ শত হেক্টর জমিতে, শ্রীপুর উপজেলায় ১৮০০ শত হেক্টর জমিতে, শালিখা উপজেলায় ১২ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে এবং মোহাম্মদপুর উপজেলায় ৪ হাজার ৮০০ শত হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে।এর মধ্যে ৩৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যে শতভাগ জমির ধান কাটা হবে।
সরোজমিনে মাগুরার বিভিন্ন বোরো মাঠে গিয়ে দেখা গেছে মাঠের পর মাঠ পাকা বোরো ধান শুয়ে আছে। একজন শ্রমিককে দিনে তিনবেলা খাবারসহ ৭০০-৭৫০ টাকা দিতে হয়। তবে বাড়তি টাকা দিয়েও এখন শ্রমিক মিলছে না। তাছাড়া এভাবে চড়া দামে শ্রমিক দিয়ে ধান কাটালে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।
মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের আদর্শ কৃষক মো:সিরাজুল ইসলাম বলেন,এ বছরে ৬ একর জমিতে বোর ধান চাষ করেছি ফলনও আশানুরুপ কিন্তু শ্রমিক সংকটের কারনে ধান ঘরে তোলানিয়ে সংকিত।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, ‘জেলার ধান পাকার আগ থেকেই কৃষকদের মাঝে জেলার কৃষি উপ-সহকারীরা নানা পরামর্শ দেয়া হয়ে আসছে। জেলার প্রায় শতভাগ জমির ধান পেকে গেছে।বরাবরের মতো এ বছরও মাগুরা বোরো আবাদ ভালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই চাষীরা সব ধান ঘরে তুলতে পারবে বলে আশা করা যায়।’