রবিবার ● ১৩ মে ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে জব্বার সভাপতি ও শাহীন সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৩৯ জন ভোটারের মধ্যে ৩২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯টি পদের মধ্যে ৮টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ছাতা প্রতীকে ১৮১ ভোট পেয়ে আব্দুল জব্বার পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিছুর রহমান খান চেয়ার প্রতীকে ১৪৫ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে কলস প্রতীকে ২০৭ ভোট পেয়ে বিল্লাল মোড়ল পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মাসুম হোসেন গোলাপ ফুল প্রতীকে ১১৬ ভোট পেয়েছেন। সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে হরিণ প্রতীকে ২২৫ ভোট পেয়ে শাহীন ইকবাল নির্বাচিত হয়েছেন। নিকটতম ওবায়দুল হক মিঠু মাছ প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন। ৫ সদস্য পদে ৬ প্রার্থীর মধ্যে রেজাউল ইসলাম রিক্সা প্রতীকে ২৬৫, বিশ্বজিৎ দাস বল প্রতীকে ২৫৯, আবজালুর রহমান তাজমহল প্রতীকে ২৫৩, মাঝহারুল ইসলাম হাতি প্রতীকে ২৫১ ও নূরুজ্জামান সানা হাত পাখা প্রতীকে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে কামাল আহম্মেদ মোরগ প্রতীকে ১৩০ ভোট পেয়েছেন। এর আগে তাইজুল ইসলাম সানা কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটি সভাপতির দায়িত্বে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস। সহকারী ছিলেন, সহকারী পরিদর্শক শেখ আজিজুর রহমান ও প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলাম।