সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় উপজেলা যুবলীগনেতার মৎস্য লীজ ঘের পৌর যুবলীগনেতা কতৃক জবর দখল; থানায় অভিযোগ
পাইকগাছায় উপজেলা যুবলীগনেতার মৎস্য লীজ ঘের পৌর যুবলীগনেতা কতৃক জবর দখল; থানায় অভিযোগ
এস ডব্লিউ নিউজ ॥
জনপ্রতিনিধির নাম ভাঙ্গিয়ে পাইকগাছা উপজেলা যুবলীগনেতা অনুপ কুমার ঘোষের মৎস্য লীজ ঘের পৌর যুবলীগনেতা জাহিদুল গাজী কর্তৃক জবর দখল করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার রাতে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে থানা পুলিশ মৎস্য লীজ ঘেরে যাওয়ার কথা জানতে পেরে ঘেরের চিংড়ি মাছ, নেট জাল সহ আনুসাঙ্গিক জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
থানায় অভিযোগ ও বাদী সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ ঘোষের পুত্র যুবলীগনেতা অনুপ কুমার ঘোষ কয়েক বছর যাবৎ বাইশারাবাদ মৌজায় প্রায় ১২ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছে। উক্ত মৎস্য লীজ ঘের নিয়ে এলাকার একটি মহল দীর্ঘদিন জবর-দখলের পায়তারা করে আসছে। গত বছর মঠবাটী গ্রামের তোবারক হোসেন ভুট্ট জবর দখলের অপচেষ্টা চালায়। তারই ধারাবাহিকতায় গত ১৩ মে রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় পাইকগাছা পৌরসভার সরল ৫ নং ওয়ার্ডের করিম গাজীর পুত্র জাহিদুল গাজী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অনুপ ঘোষের লীজ ঘের জবর দখল করে। ওই রাতেই অনুপ কুমার ঘোষ পাইকগাছা থানায় জাহিদুল গাজী সহ ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করে। সোমবার সকালে এসআই শরীফ উদ্দীন লীজ ঘের পরিদর্শনে গেলে জবর দখলকারীরা টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানান, এস আই শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব খুলনা সিটি কর্পোশন নির্বাচনে কর্মরত রয়েছেন। তিনি থানায় ফিরে আসলে উভয় পক্ষকে ডেকে ঘটনাটি মিমাংশা করা হবে বলে জানান।