শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
পাইকগাছায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
পাইকগাছায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
শ্যাম সুন্দর ভদ্র ॥ আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় মন্দির সরল কালিবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি সমিরণ কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড. সমিরণ সাধু, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ দাশ। বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের জেলা সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত, রতন কুমার মিত্র, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ অজিত কুমার মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ-হিসাব বিভাগের উপ-পরিচালক দিপঙ্কর কুমার সাহা, জেলার যুগ্ম-সম্পাদক চম্পক কুমার পাল, জেলা নেতা প্রবির রায়, দেবেশ দাশ। বক্তৃতা করেন রতনকুমার ভদ্র, রবীন্দ্রনাথ রায়, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা উপজেলা হিন্দু মহাজটের সভাপতি এ্যাডঃ শিবু প্রসাদ রায়, বিজন বিহারী, সন্তষ সরদার প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা পূজা পরিষদের সাধারণ পরিচালক আনন্দ বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।