রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » সরল দীঘিরপাড় ও পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন
সরল দীঘিরপাড় ও পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা পৌরসভার ১৪০ নং সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৬ নং পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভাপতি নির্বাচনে মোট ১১ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে মাছ প্রতীকে সর্বোচ্চ ৭ ভোট পেয়ে সাংবাদিক আব্দুল আজিজ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম হাবিবুর রহমান ছাতা প্রতীকে ৩ ভোট পান। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, প্রধান শিক্ষক বিএম শফিকুল ইসলাম। সহকারী ছিলেন, প্রধান শিক্ষক নিতাই পদ মিস্ত্রী। উপস্থিত ছিলেন, সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, খলিলুর রহমান, এসআই রফিক, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, প্রাক্তন পুলিশ কর্মকর্তা মুনছুর আলী গাজী, শিক্ষক আব্দুল কুদ্দুস, ফাতেমা খাতুন, মুজিবর রহমান, সায়েরা খাতুন, সায়েদ আলী গাজী, জিন্নাত আলী গাজী, লুৎফর রহমান, আব্দুল মজিদ বয়াতী, নূরুল ইসলাম মল্লিক, জাকির হোসেন, মোঃ আব্দুল গফফার মোড়ল, ফয়সাল সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আব্দুল আজিজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। অপরদিকে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৮৬ নং পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।