রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » দাকোপে মা ইলিশ ধরার অপরাধে তিন জেলের কাছ থেকে জরিমানা আদায়
দাকোপে মা ইলিশ ধরার অপরাধে তিন জেলের কাছ থেকে জরিমানা আদায়
দাকোপে মা ইলিশ ধরার অপরাধে তিন জেলের কাছ থেকে জরিমানা আদায়
আজগর হোসেন সাব্বির ॥ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে রাতের আধারে উপজেলার বিভিন্ন নদ-নদীতে ইলিশ শিকার অব্যহত আছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টায় দাকোপের পশুর নদীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে ইলিশ শিকারের অভিযোগে ৩ জেলেকে আটক করা হয়। এ সময় মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আলহাজ্ব মোল্যা সাইফুল ইসলাম ও দাকোপ থানা পুলিশ অভিযানে অংশ নেয়। আটককৃতরা হলেন উপজেলার পার চালনা এলাকার সতীশ বৈরাগীর পুত্র কানু বৈরাগী, কাজী পাড়ার জবেদ আলীর পুত্র আলী হোসেন ও কনেক বিশ্বাসের পুত্র সোহাগ বিশ্বাস। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার জাল উদ্ধার করেন। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার আপধারে উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত প্রত্যকের কাছ থেকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং দুপুরে ওই জাল পুড়িয়ে বিন্ষ্ট করেন।