রবিবার ● ৩ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কালাবগীতে বনরক্ষিদের অভিযানে হরিন শিকারের ফাঁদ ও বিষটোপসহ দু’জন গ্রেফতার
কালাবগীতে বনরক্ষিদের অভিযানে হরিন শিকারের ফাঁদ ও বিষটোপসহ দু’জন গ্রেফতার
দাকোপ প্রতিনিধি।
দাকোপের কালাবগী ষ্টেশনের বনরক্ষিরা এক অভিযান চালিয়ে হরিন শিকারের ফাঁদ ও বিষটোপের সরঞ্জামসহ দু’জনকে গ্রেফতার করেছে।
ষ্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ জানায়, প্রতিদিনের ন্যায় কালাবগী ষ্টেশনের টহল টিম গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে শিপসা নদীতে টহল করা কালিন শিপসা টহল ফাড়ীর অদুরে একটি সন্দেহভাজন নৌকা দেখতে পায়। এ সময় তারা নৌকাটি চ্যালেঞ্জ করে তল্লাশীকালে ২ বোতল বিষটোপ, ১ টি নিষিদ্ধ ডুবোজাল, ১৫০ ফুট হরিন শিকারের ফাঁদসহ নৌকাটি জব্দ করে। এ সময় নৌকায় থাকা চিহ্নিত চোরা শিকারী কালাবগী গ্রামের মৃঃ কেরামত শেখের পুত্র রউফ শেখ এবং সুতারখালী গ্রামের জোমাত আলী শেখের পুত্র আঃ মালেক শেখকে আটক করা হয়। আটককৃতদের নিয়মিত মামলা দায়েরসহ আজ আদালতে হস্তান্তর করা হবে। সহকারী ষ্টেশন কর্মকর্তা সোহরাব হোসেনের নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে এফজি রাজু আহম্মেদ, হাফিজুর রহমান এবং শেখ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।