মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ায় মাটি-মা প্রকল্পের বৃক্ষ রোপন
ডুমুরিয়ায় মাটি-মা প্রকল্পের বৃক্ষ রোপন
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় মাটি-মা মণীন্দ্র-সাবিত্রী বন-সৃজন প্রকল্পের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল চত্ত্বরে লিচু গাছের চারা রোপন করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম এই চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সভাপতি ড. সন্দীপক মল্লিক, আওয়ামী লীগ নেতা শেখ হেফজুর রহমান, অধ্যক্ষ আবু সাঈদ আহমেদ, প্রকল্পের সাধারন সম্পাদক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা রবীন্দ্রনাথ মল্লিক। বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত এ প্রকল্পটি চলতি বছরে উপজেলার বিভিন্ন প্রতিষ্টানে দুই হাজার গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছে।