বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » পরিবেশ » পাখির অভয়ারণ্যের লক্ষ্যে উপজেলা পরিষদের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন
পাখির অভয়ারণ্যের লক্ষ্যে উপজেলা পরিষদের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন
এস ডব্লিউ নিউজ ॥
পাখির অভয়ারণ্যের লক্ষ্যে উপজেলা পরিষদের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পরিবেশ বাদী সংগঠন বন বিবির উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, বন বিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সাংবাদিক জিএ গফুর, বাবুল আক্তার, আলা উদ্দীন রাজা, øেহেন্দু বিকাশ, সমাজসেবক শাহিনুর রহমান, আলোকযাত্রা দলের সদস্য মিমি আক্তার, লামিয়া সুলতানা, কওছার আলী প্রমুখ। উল্লেখ্য, বন বিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রতিষ্ঠানের বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রেখেছে।