বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরের শিশু একাডেমীর দুই প্রশিক্ষক ভারতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য মনোনীত
কেশবপুরের শিশু একাডেমীর দুই প্রশিক্ষক ভারতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য মনোনীত
এস আর সাঈদ, কেশবপুর (যশার) থেকে ॥
বাংলাদেশ শিশু একাডেমী কেশবপুর শাখার দুই প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী ও অলোক বসু বাপী ভারতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য মনোনীত হয়েছেন। ভারতের প্রখ্যাত সংস্কৃতিক প্রতিষ্ঠান তবলা একাডেমী ও সুর সাধনা মিউজিক একাডেমীর আমন্ত্রণে পশ্চিমবঙ্গের বর্ধমান ও কলকাতায় অতিথি শিল্পী হিসাবে তাঁরা সেখানে যাচ্ছেন।
জানাগেছে, আগামী ১৫ ও ১৬ জুন দু’দিন ব্যাপী ধ্রুপদী জলশায় অংশ গ্রহণের জন্য উক্ত প্রতিষ্ঠান থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নিকট গত মাসে একটি ই-মেইল আসে। তিনি শিশু একাডেমীর দু’জন প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী ও অলোক বসু বাপীকে নির্বাচনের মাধ্যমে লিখিত অনুমতি প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।