সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, কওছার আলী জোয়াদ্দার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, শিক্ষক আব্দুল ওহাব, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আব্দুল আজিজ, আওয়ামীলীগনেতা গাজী মিজান, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম ও ইউপি সদস্য লুৎফর রহমান। সভায় গড়ইখালীর আলোচিত বাবু গাইনের অপরাধ মূলক কর্মকান্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়। বক্তারা বলেন, বাবু গাইন গড়ইখালী বাজার দখল থেকে শুরু করে এমন কোন কর্মকান্ড নাই যেখানে সে আধিপত্য বিস্তার করেনি। নছিমন সমিতি, গড়ইখালী বাজার সমিতি সব খানেতেই বাবু গাইন। গ্রাম আদালতের কার্যক্রম ব্যহত করছে বাবু গাইন। মাদক বিক্রি থেকে কমিশন ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া সহ অবমুক্ত গাংরখী নদী এলাকায় গাঁজার আসর বসানো সহ বাবু গাইন বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করছে বলে অভিযোগ করা হয়। সভায় এছাড়া কপিলমুনি বাজার ও পৌর সদরের জিরোপয়েন্টে যানজট নিরসন, জিরোপয়েন্ট এলাকায় গণসৌচাগার স্থাপন, দেলুটি ইউনিয়নে মাদক প্রতিরোধে কঠোর অভিযান পরিচালনা, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত ও গ্রাম আদালত কার্যকর করা সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। আইন শৃংখলা সভা শেষে একই স্থানে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।