মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কাগুজি লেবুর বাম্পার ফলন
পাইকগাছায় কাগুজি লেবুর বাম্পার ফলন
এস ডব্লিউ নিউজ ॥
চলতি মৌসুমে পাইকগাছায় কাগুজি লেবুর বাম্পার ফলন হয়েছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা লেবুর মূল্য ভাল পাওয়ায় তারা খুশি। ঔষধী গুণেভরা কাগুজি লেবু সকলের প্রিয়। প্রতিদিনের খাবার তালিকায় কাগুজি লেবু না হলেই নয়। এ জন্য দিন দিন কাগুজি লেবুর চাহিদা বাড়ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলায় ছড়ানো ছিটানো ভাবে প্রায় ২২ হেক্টর জমিতে লেবুর চাষ হয়। সব মিলিয়ে উপজেলায় ৫ হাজারের উপরে লেবু গাছ আছে। উপজেলার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়–লী ইউনিয়নে আংশিক এলাকায় লেবুর বাগান রয়েছে। গদাইপুর ইউনিয়নের মটবাটী, হেতামপুর ও গদাইপুর গ্রামে বাণিজ্যিক ভাবে লেবুর বাগান গড়ে উঠছে। বিশেষ করে বাগান মালিকরা বাগানের বেড়া দিতে প্রয়োজনীয় বাঁশের মূল্য বেশি হওয়ায় তারা বাগানের চারপাশে সীমানা দিয়ে লেবু গাছ লাগিয়ে বাগান সুরক্ষা করছে। লেবু গাছে ছোট ছোট কাঁটা থাকায় গরু, ছাগল, ভেড়া প্রবেশ করতে পারে না। একদিকে বেড়া দেয়ার খরচ বাঁচে ও অন্যদিকে আইলে লেবু গাছ লাগিয়ে বাগান মালিকরা লাভবান হচ্ছে। এপ্রিল মাসে লেবু গাছে ফুল ধরে। জুন ও জুলাই মাস লেবুর ভরা মৌসুম থাকে। এক একটি লেবু গাছে ৫শ থেকে ১ হাজার লেবুর ফলন হয়। উপজেলার চেচুয়া গ্রামের লেবু ব্যবসায়ী আবুল কাশেম ও আব্দুর রহিম জানান, তারা লেবু বাগানে মালিকের কাছ থেকে প্রতিটি লেবু দেড়টাকা দরে ক্রয় করে। তারপর তারা ঢাকা, খুলনা, যশোর সহ বিভিন্ন জেলায় লেবু সরবরাহ করছে। বাজারে খুচরা এক একটি লেবু বিশেষ ৩ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্মা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছার এ এলাকা লবণাক্ত হওয়ায় ৩/৪টি ইউনিয়নে কাগুজি লেবু আবাদ হয়। কাগুজি লেবু লাভ জনক হওয়ায় ক্ষেতের আইলের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিকে লেবু বাগান তৈরী শুরু হয়েছে। লেবু বাগান লাগাতে তেমন কোন খরচ হয় না, সামান্য পরিচর্যা করলে লেবু বাগান থেকে প্রচুর ফলন পাওয়া যায়। এ ব্যাপারে কৃষি অফিস থেকে লেবু বাগান তৈরী করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।