বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় পাওয়ার গ্রীড সাব-স্টেশন অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল
পাইকগাছায় পাওয়ার গ্রীড সাব-স্টেশন অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ১৩২-১৩৩ কেভি’র পাওয়ার গ্রীড সাব-স্টেশন অনুমোদিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসহযোগী সংগঠণের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পাইকগাছা-কয়রায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবীতে এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠণ ও পাইকগাছা নাগরিক কমিটি একাধিক বার মিছিল, সভা ও মানববন্ধন করে আসছিল। যার প্রেক্ষিতে এমপি নূরুল হক বিদ্যুৎ মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করে। সে অনুযায়ী পাওয়ার গ্রীড সাব-স্টেশন গত বুধবার অনুমোদিত হওয়ার খবর জানার পর বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌর সদরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বাজার চৌ-রাস্তা মোড়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শেখ সোহরাওয়ার্দী, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, আজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম মসিয়ার রহমান, সঞ্জয় ঘোষ, তানভীর হোসেন, মাসুম প্রমুখ।